নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের সড়কে বাস দাড় করিয়ে যানজট সৃষ্টি করায় বাস চালককে পুলিশের লাটিপেটার ঘটনায় বিক্ষোভ ও লাটি মিছিল করেছে পরিবহণ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে গাড়ি দাড় করিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল নাজমুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পুজাকে সামনে রেখে নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছিল। দুপুরের দিকে নতুন বাজার মোড়ে নবীগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মাহি পরিবহনের একটি যাত্রীবাহি বাস (নং ঢাকা-জ-৩৫৬৫) সড়কে দাড় করিয়ে যানজট সৃষ্টি করে। এ সময় দায়িত্বরত পুলিশ ওই বাসের চালক ছামাদুল হক চৌধুরীকে গাড়ী সরাতে বললে পুলিশ ও চালকের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে ওই চালককে আঘাত করে। এ ঘটনাটি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে শ্রমিকরা শহরে জড়ো হতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা হাতে লাঠি নিয়ে নবীগঞ্জ শহরে ওসি লিয়াকত আলীকে প্রত্যাহারের দাবী জানিয়ে লাঠি মিছিল বের করে এবং এলোপাতারি গাড়ি দাড় করিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ঈদ ও পূজার বাজারে কেনাকাটা করতে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল নাজমুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিষয়টি সমাধা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সৃষ্ট ঘটনা নিরসন করা হয়। এ সময় থানায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ার মিয়া, মিনিবাস সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সমুন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা আওলাদ হোসেন, যুবলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন, শ্রমিকলীগের সভাপতি আব্দাল মিয়া, সহ-সভাপতি আব্দুল আওয়াল, শ্রমিক নেতা বাবুল দাশ, হাবিবুর রহমান হাবির, মকদুস প্রমুখ।