স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় অনামিকা আর্চায্যকে (৮) কুমারী দেবী রূপে পুজিত হন। চারদিক মুখরিত শড়খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্থতির মধ্যদিয়ে কুমারী পুজা শুরু হয়। এ পূজা এক নজর দেখার জন্য জেলা ছাড়াও বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার জেলার হাজার হাজার দর্শনার্থীরা সমবেত হন। জেলার সর্বত্র শান্তিপূর্ন ভাবে দূর্গা পুর্জা অনুষ্ঠিত হচ্ছে। এ বারের কুমারী হবিগঞ্জ জেলার ফান্দাউক গ্রামের নিতেশ আচার্যর মেয়ে অনামিকা আর্চায্য (৮)। সে ২য় শ্রেণীর ছাত্রী। কুমারী পূজার নিরাপত্তায় পুলিশ টহল জোরদার করা হয়।