আবুল কাসেম লাখাই থেকে ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অমিত কুমার রায় কর্র্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ডাঃ অমিত কুমার রায় চলতি বছরে ১৯ মে থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্তৃপক্ষ বিগত ৪ জুন ও ৬ জুলাই ওই ডাঃ কে কর্মস্থলে যোগদানের জন্য পর পর দুটি চিঠি প্রেরণ করেন। কিন্তু অদ্যাবধি তিনি কর্মস্থলে যোগদান করেননি। উল্লেখ্য ডাঃ অমিত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শাহজিবাড়ি (রায়েরপাড়া) গ্রামের আশিষ কুমার রায়ের প্ত্রু। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ প কর্মকর্তা ডাঃ কিউ জি এম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে তার বেতন ভাতাদি বন্ধ করা হয়েছে।