স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় বর্ষে পদার্পন করল সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থা। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্থানীয় আমির চান কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংঘঠনের সভাপতি লিজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খানের পরিচালানয় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ। এতে উপস্থিত ছিলেন-রাজেন্দ্র রায়, আবেদ খান, দিবস রায়, রাফি, কংকন দাশ, শেখ রাব্বী, নজরুল ইসলাম, দেওয়ান শাকিল, মিজানুর রহমান, রাকি আজাদ, জাহান, সৈকত আলী তোষার প্রমূখ।