স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রাণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা।
গতকাল মঙ্গলবার বিকেলে জালাল স্টেডিয়ামে ২-০ গোলে তারা চুনারুঘাট উপজেলাকে পরাজিত করে জয় লাভ করে।
ফাইনাল খেলা শুরুর পুর্বে আকর্ষনীয় ডিসপ্লে পরিবেশন করে বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুললের শিক্ষার্থীরা।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হবিগঞ্জ সদরের অধিনায়ক জসিম। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান হবিগঞ্জ সদরের সাইদুর ও চুনারুঘাটের হারুন। উভয়ই ৩টি করে গোল করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মধাব রায়। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও প্রাণ গ্র“পের জেনারেল ম্যানেজার মোঃ মঞ্জুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, বিভৎসু চক্রবর্তী বিভু, আবুল কালাম, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ডিএফএর সহ-সভাপতি শহিদুর রহমান লাল, ছালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ ফরিদুল হক, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ফনি ভূষন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব অশোক মধাব রায় এই টুর্ণামেন্টের প্রশংসা করেন এবং জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্র“তি দেন।
জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন টুর্ণামেন্ট সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি সারাবছরই মাঠে খেলাধুলা চর্চার প্রতিশ্র“তি দেন।
টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করে।