প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ছাত্র জমিয়ত সভাপতি হাফেজ মাওঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উল্লাহ, বানিয়াচং জমিয়তে উলামা সভাপতি হযরত মাওঃ আব্দুস সাত্তার খান, বানিয়াচং থানা সাধারণ সম্পাদক মাওঃ শায়খ মুখলিছুর রহমান, জেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওঃ তাফহীমুল হক্ব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওঃ আব্দুল ওয়াহাব, জেলা ছাত্র জমিয়ত সেক্রেটারী মাওঃ মোনতাসির আলম সোহান, ঢাকা মহানগরী ছাত্র জমিয়ত নেতা মাওঃ এখলাছুর রহমান (রিয়াদ), থানা যুব জমিয়ত সহ সভাপতি মাওঃ নজির আহমদ, সাধারণ সম্পাদক মাওঃ আমীর আহমদ, থানা ছাত্র জমিয়ত নেতা মাওঃ আমজাদ হুসাইন, মাওঃ যাহেদ হাসান, মাওঃ ফখরুদ্দীন, হাফেজ শিব্বির আহমদ, মুফাজ্জল হুসাইন, মাসুম বিল্লাহ, মঈনুল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। অনুষ্টান শেষে ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।