প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক পবিত্র হজ্ব ও হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুফুরী বক্তব্যের প্রতিবাদে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উপদ্ষ্টো হযরত মাওঃ আলহাজ্ব আব্দুল মতিন আল কাদরী সাহেবের সভাপতিত্বে মাওলানা কাজী এম এ জলিলের পরিচালনায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত উলামায়ে ক্বেরাম আব্দুল লতিফ সিদ্দিকীর কুফুরী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই বক্তব্যের ফলে আব্দুল লতিফ সিদ্দিকী এখন মুরতাদ হয়ে গেছে। তাকে আর মুসলমান বলা যাবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করা ও পবিত্র হজ্বকে অস্বীকার করা, পবিত্র কোরআন ও আল্লাহকে অস্বীকার করার সামিল। এখন যদি কোন মুসলমান তাকে মুসলমান মনে করে সেও মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তার শাস্তি এখন মৃত্যুদন্ড। বক্তাগন আরো বলেন, সরকারের উচিত তাকে মন্ত্রী পরিষদ থেকে বহিস্কার করে গ্রেফতারের মাধ্যমে তার মৃত্যুদন্ড কার্যকর করা। যদি সরকার তাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে নমরুদ ফেরাউনের ন্যায় সরকারের পতন অনিবার্য। অনতিবিলম্বে এই মুরতাদ মন্ত্রীকে গ্রেফতার করে শাস্তির বিধান নিশ্চিত না করলে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিবে। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ার আলম, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওঃ সৈয়দ আজহার আহমেদ, মাওঃ আব্বাস আলী, মাওঃ নাসির উদ্দিন আখঞ্জি, হাফেজ মাওঃ এবাদুল হক চৌধুরী, মাওঃ আব্দুল কাইয়ুম, মাওঃ কাজী জসীম উদ্দিন চৌধুরী, মাওঃ আবু তৈয়ব মুজাহিদি, মাওঃ ফরিদ উদ্দিন মাসুদ, মাওঃ আবু তাহের, মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব মফিজুর রহমান টিটু ও নাজমুল হোসেন আনার প্রমুখ।