স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ ফুলতলী বাজারের নিকটে মোটর সাইকেল দূঘর্টনায় গুরুতর আহত হয়েছে জাবেদ আহমেদ (২৩) নামের এক যুবক।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালাল সাফ গ্রামের ফারুক মিয়ার পুত্র জাবেদ গতকাল মঙ্গলবার দুপুরে পানিউমদা বাজার থেকে মোটর সাইকেল যোগে ওই এলাকার গজনাইপুর বাজারে আসার পথে ফুলতলী বাজারের নিকটে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে ভর্তি করেন।