বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি উল্টে ২ যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে বাহুবল উপজেলার কদ্দুছের বাড়ীর সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিটি ওই স্থানে পৌছুলে চালাকের অদক্ষতার কারণে উল্টে যায়। এতে ২ যাত্রী আহত হয়। আহতরা হলেন-বাহুবল উপজেলার স্নানঘাট ইউপির গোয়ালবাধা গ্রামের নরেশ দাশের ছেলে কৃপেশ দাশ (৪০) ও বাবনা কান্দি গ্রামের ইছার উদ্দিনের ছেলে শাহিন মিয়া (২০)। তাদের মধে কৃপাশ দাশের অবস্থা অশংকাজনক।