স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামের কৃষক আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে তাদের জামিন না মঞ্জুর করা হয়। আসামিরা হল, ওই গ্রামের ওমর আলীর পুত্র নুর ইসলাম তার ভাই মানিক মিয়া ও মানিক মিয়ার পুত্র আরিফ মিয়া। গত ১৬ এপ্রিল সংঘর্ষে উল্লেখিতদের ফিকলের আঘাতে আন্নর আলীর মৃত্যু হয়। তার পুত্র দেলোয়ার বাদি হয়ে আক্কাস আলী, আরজু মিয়া, নুরুল ইসলাম সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। গত ২৭ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা এসআই মিজান মিয়া আসামিদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিম। এর আগে ১৭ এপ্রিল পুলিশ উল্লেখিত ৩ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।