স্টাফ রিপোর্টার ॥ শহরের জনবহুল এলাকায় ফুঁ পার্টির সদস্যদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় সময়ই গ্রামগঞ্জ থেকে আসা বিচারপ্রার্থী ও রোগীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। আর এদের টার্গেট হচ্ছে কোর্ট ও সদর হাসপাতাল এলাকা। গতকাল মঙ্গলবার ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের এক বিচারপ্রার্থী জজকোর্টে হাজিরা দিতে এলে কোর্টের প্রধান ফটকে মোহনপুরের ফুঁ পার্টির নেতা আওয়ালসহ বেশ কয়েকজন আটক করে। এক পর্যায়ে তাকে বিভিন্ন কৌশলে পকেট থেকে মানিব্যাগসহ ৯ হাজার টাকা নিয়ে যায়। ওই ব্যক্তি এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগে সপ্তাহখানেক আগে আওয়ালকে সেনাবাহিনী আটক করে। পরে আইনের ফাঁক দিয়ে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।