মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মুরাদ আহমদের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সাংবাদিক মুরাদ আহমদ জাতীয় পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড. সালেহ আহমদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাংবাদিক মুরাদ আহমদ গত ২২ এপ্রিল জাতীয় পার্টির মহা সচিব কাজী মোঃ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পান।
মুরাদ আহমদ দীর্ঘ রাজনৈতিক পদচারণায় ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ৯০ “দশকে যখন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ কারাবন্দি থাকা অবস্থায় রাজপথে তাঁর মুক্তি আন্দোলনে দাবিতে অগ্রণী ভূমিকা রাখেন। দলের দুঃসময় থেকে বিভিন্ন স্তরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। ছাত্র রাজনীতির শুরুতেই জাতীয় ছাত্র সমাজের নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব সংহতির নবীগঞ্জ উপজেলা সভাপতি, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ে বিভিন্ন পদে থেকে সাংগঠনিক কার্যক্রমে সরব ভুমিকা রাখেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সর্বশেষ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সাংগঠনিক কার্যকরী ভূমিকা রেখেছেন।
রাজনীতির পাশাপাশি একজন সংবাদ কর্মী হিসেবে সাংবাদিকতায় মুরাদ আহমদ এর রয়েছে দৃঢ় উপস্থিতি। বর্তমানে তিনি দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত দলিল লিখক হিসেবে নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সদস্য।
মুরাদ আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মুহাম্মদ ইমতিয়াজ মাষ্টারের সন্তান। তাঁর পারিবারিক পরিমন্ডলে রয়েছে শিক্ষা ব্যক্তিত্ব ও জনপ্রতিনিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তার বড় ভাই মুরশেদ আহমদ আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এছাড়াও মুরাদ আহমদ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান ও উপজেলার বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুর রহমান আনোয়ারের ভাগ্নে।
মুরাদ আহমদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ লাভ করায় তার উপর অর্পিত দায়িত্ব পালনে দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com