স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কয়েক লাখ টাকার পণ্য নিয়ে আত্মসাতের অভিযোগে মোঃ আব্দুল্লাহ (২৩) নামে এক প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সে নরসিংদী জেলা সদরের বদলপুর গ্রামের সাদ্দাম হোসেনের পুত্র। গত ২২ এপ্রিল মোহনপুর এলাকার বাসিন্দা টিনস গুপের কোম্পানী ডিলার শিহাব ইসলাম বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে মামলা করেন। যার নং-সিআর ৬২৯। আদালত আমলে নিয়ে তার বিরুদ্ধে এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, আব্দুল্লাহ, ২০২৪ সালের ১১ আগষ্ট কোম্পানীর বেশ কিছু কসমেটিকস ও খাদ্য সামগ্রীসহ কয়েক লাখ টাকার পণ্য নিয়ে টাকা আত্মসাত করেন। সে টাকা চাইলে হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরূপায় হয়ে তিনি মামলা করেন।