বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ৩ মহিলা ছিনতাইকারী আটক নবীগঞ্জের আওয়ামীলীগ নেতা জয়নাল গ্রেফতার স্ত্রীর মিথ্যা মামলায় ৩ বছর কারাভোগের পর জামিন পেলেন নবীগঞ্জের সুহেল ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান রানা চিকিৎসা শেষে কারাগারে নবীগঞ্জে কোটি টাকার সরকারী জায়গা বেদখল ॥ তহশীলদারের ভিন্ন রূপ লাখাইয়ে খুন-চুরির মামলার আসামিসহ গ্রেফতার ৩ বাহুবলে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম সম্পন্ন বানিয়াচংয়ের রামগঞ্জ গরু চুরি করে জবাই মাংস ভাগাভাগি ॥ থানায় মামলা দায়ের আসামীদের গ্রেফতারে গ্রামবাসীর সভা আজমিরীগঞ্জের জলসুখায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার, ওসি সবই সাজতেন তারা নিজেরা। ভুলভাল সিল বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়েই তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। বিশাল সিন্ডিকেট গড়ে তুলে দেশব্যাপী করে চলেছিলেন প্রতারণা। এমনকি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা, এনআইডি সবই তারা নিজেরা বানাতেন। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। অবশেষে হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসি’র ভুয়া স্বাক্ষর করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। আর সে থেকেই অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। ঢাকা ও গাজীপুর থেকে একে একে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। তাদের কাছ থেকে সিলসহ ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম আহমেদ, মো. খালিদুর রহমান, মো. রুকুনুর রহমান ও মো. সুমন মিয়া। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, ৫টি পাসপোর্ট, অসংখ্য ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশব্যাপী ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, মামলার সিডিআর সংগ্রহ, মোবাইল ফোনের সিম লোকেশনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এমনকি তারা পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা পর্যন্ত জালিয়াতি করতো। দেশের বিভিন্ন স্থানে তারা এ ধরনের প্রতারণা করে আসছে। বিষয়টি তদন্ত চলছে। আরও কেউ এ চক্রের সাথে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com