শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থী ও লন্ডনের মেয়র সমতা খাতুনকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও লন্ডন বোরো অব ক্যামডেনের মেয়র সমতা খাতুনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল (২৬ এপ্রিল) শনিবার মরহুম আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের অর্থায়নে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মরহুম আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মোহাম্মদ গাজীউর রহমান গাজী। চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম,এম শফিকুর রহমান জামালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-লন্ডন বোরো অব ক্যামডেনের মেয়র কাউন্সিলর সমতা খাতুন। বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, কাউন্সিলর সমতা খাতুনের স্বামী ছাত্রনেতা সাজ্জাদ হোসেন খান টিপু, ব্যবসায়ী আব্দুল আওয়াল, যুবদল নেতা আব্দুল কাইয়ূম চৌধুরী, শিক্ষক বশির আহমেদ, শিক্ষক কুতুবউদ্দিন আখনজি, শিক্ষক ফজলুর রহমান কাইয়ূম, শিক্ষক আব্দুল আজিজ মিনু, শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষিকা সেলিনা আক্তার, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ। অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় চুনারুঘাট উপজেলার সকল কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরুস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য, মরহুম আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০২৪ সনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com