শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিয়ষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম আ’লীগের পতন হলেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিয়ষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বলেছেন- জুলাই গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মাদের রেখে গেছে। তারা এখনও রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিভাবে ফ্যাষিষ্টদের আবারও দেশে আনা যায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলার জন্য বিএনপি কাজ করছে, বিএনপি নেতাকর্মীরা কাজ করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলবো। বিগত আন্দোন সংগ্রামে বিএনপির যে সকল নেতাকর্মী আহত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন।
তিনি গতকাল শুক্রবার বিকালে শায়েস্তানগরস্থ জেলা বিএনপি কার্যালয়ে উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে তৎকালীন পেটুয়া পুলিশের গুলিতে স্থায়ীভাবে চক্ষু হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন হাসানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই উপহার প্রদান করা হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আমরা বিএনপির মাঠ পর্যায়ের একজন কর্মী, এ জন্য আমরা গর্ববোধ করি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা মাঠে সরব ছিলাম, এ জন্যই আমরা বেশি আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু আমাদের মনোবল শক্ত ছিল, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে ছিলেন। যখনই আমরা রাজপথে রক্তাক্ত হয়েছি, সুদুর লন্ডন থেকে জনাব তারেক রহমান আমাদের সাথে যোগাযোগ করেছেন, সাহস যুগিয়েছেন, অর্থের যোগান দিয়েছেন, চিকিৎসার ব্যব¯’া করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য উপ-কমিটির সদস্য ড্যাব নেতা ডাঃ এস এম ইউনুছ আলী, ড্যাব নেতা ডাঃ মোঃ নবিদ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা মহিলাদলের সহ সভাপতি নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম রাকি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com