স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল পুকুর খনন ও বর্জ্য অপসারণ কাজ জোরদার করতে লং রিচ বুম এক্সকেভেটর নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে এই এক্সকেভটর দিয়ে পুকুর খনন কাজ শুরু করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভা এই পুকুরে খনন ও বর্জ্য অপসারণ কাজ জোরদার করেছে।
উল্লেখ্য, বেশ কিছু দিন যাবত হবিগঞ্জ পৌরসভা অতিরিক্ত এক্সকেভেটর এনে ট্রাক্টর দিয়ে বর্জ্য অপসারণ করে আসছে। পুকুরের মধ্যবর্তী অংশ খনন করা ও বর্জ্য অপসারণ কাজ কঠিন হওয়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় লং রিচ বুম এক্সকেভেটর নিয়ে আসা হয়। শুক্রবার রাত পর্যন্ত এই কাজ পরিদর্শন করেন প্রশাসক মোঃ জাহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।