স্টাফ রিপোর্টার ॥ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসা ও নাগরিক সুবিধায় এটিকে সম্পৃক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় বসবাসরত হবিগঞ্জবাসীদের সামাজিক সংগঠন হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা। গতকাল ২৩ এপ্রিল (বুধবার) সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্টিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নানান কারণে মেডিকেল কলেজটির অবকাঠামোসহ স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেনি। বর্তমান সরকারের আমলে হবিগঞ্জবাসী আশা করেছিলেন মেডিকেল কলেজটির ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস হবে, আধুনিক অবকাঠামোর সঙ্গে পৃথক মেডিকেল কলেজ হাসপাতাল হবে, আর এসবের মাধ্যমে জেলার চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নানান কারণ দেখিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা উঠছে। এতে জেলার সচেতন মহলসহ সর্বত্র ক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করে জেলার ২৫ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কলেজটির স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে। মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সহ-সভাপতি মো: জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব মো: শাজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, মাধবপুর উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক ও মানববন্ধন বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী, অধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, এডভোকেট নিজাম খান, এডভোকেট তাজুল ইসলাম, সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান, সাংবাদিক শফিক, সাইদুল হক, জাহাঙ্গীর ভূইয়া, এমদাদ হোসেন, শিরিন সুলতানা, মিজানুর রহমান, সাইমুন চৌধুরী, সাইফুর রহমান টিটু, আব্দুল মান্নান, ছাত্রনেতা সাদেক আহসান, শেখ মোঃ নিজাম উদ্দিন, মো: কামরুজ্জামান, ইমরান রউফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও মানববন্ধন বাস্তবায়ন উপ কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেন। হবিগঞ্জ এসোসিয়েশনের এই আয়োজনে সংহতি প্রকাশ করেন মাধবপুর উপজেলা সমিতি, ঢাকা।