স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনীর উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সফল করার লক্ষ্যে ইসলামি যুবসেনা কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামি যুবসেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়ল সহ-সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এসএম সরওয়ার এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল সকাল ৯টার সময় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সামনে রেখে এমরা এক গভীর বেদনাবিধুর মুহুর্তে একত্রিত হয়েছে। বিশেষ করে গাজা আজ রক্তাক্ত, ইসরায়েলের হামলা থেকে শিশু ও নারী বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না।
বাংলাদেশ ইসলামি আন্দোলন যুবসেনার পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাই। পাশাপাশি এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের কার্যাকর প্রদক্ষেপের জন্য কয়েকটি দাবী করছি। এর মধ্যে রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তার্জাতিক যুদ্ধাপরাধের মামলা, , বিশ্বের সকল মুসলিম ঐকবদ্ধ অবস্থান নিশ্চিত করা, সরকার ফিলিস্তিনির প্রতি রাজনৈতিক ও কুটনৈতিক সমর্থন জোরালোভাবে প্রকাশ করা, মানবিক সহায়তা পাঠানো রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়া হউক, নাগরিক পর্যায়ে সহায়তা তহবিল গঠন, জাতিসংঘ ও ওআইসির কঠোর প্রদক্ষেপ গ্রহন
পাশাপাশি এবং ২৬ এপ্রিলের সমাবেশকে সফল করে তোলার জন্য সকল মুসলমানদের প্রতি তিনি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।