স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বুলবুল খানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাকন দে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার বাদী শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তিন দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে ১৪ এপ্রিল রাতে উপজেলার নিশাপট গ্রামে নিজ বাড়ী থেকে বুলবুল চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ। বুলবুল খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শায়েস্তাগঞ্জ থানার মামলার ৩ নং আসামী।