স্টাফ রিপেপার্টার ॥ ঢাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী পারভেজ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, হেলাল আহমেদ বাবু, সদস্য সচিব আবিদুর রহমান রাকিব, আশরাফুজ্জামান রিয়াজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ছাত্রদল কর্মী পারভেজ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।