স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ লক্কর ঝক্কর অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা-সিলেটসহ বিভিন্ন স্থানে গুরুতর রোগী পাঠানো হয়। এতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। এ বিষয়ে মেয়াদোত্তীর্ণ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ট্রাফিক পুলিশও ব্যবস্থা না নেয়ায় তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। যদিও সরকার নাভানা ও লাইটেসবাহী অ্যাম্বুলেন্স বাতিল করেছে। কিন্তু হবিগঞ্জে এগুলো প্রতিনিয়তই চলাচল করছে। সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে খরচ বাঁচাতে এসব অ্যাম্বুলেন্স নিয়ে সিলেট-ঢাকা যাবার পথে রাস্তায় বিকল হয়ে যায় আবার কোনোটি দূর্ঘটনায় পতিত হয়। গতকাল সোমবার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কে একটি অ্যাম্বুলেন্স কালাউক বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে সংঘর্ষ হয়। ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুস সালাম, দ্রেীপদি সরকার, রিতা আক্তারকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে রয়েছে।