স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের ৫৮তম জন্মদিনে হবিগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আলহাজ্ব জি কে গউছের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসমলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, এডভোকেট এস এম আলী আজগর, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন, কাজী শামছু মিয়া, এস এম মানিক, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, মর্তুজা আহমেদ রিপন, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মৎস্যজীবিদলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা উলামাদলের আহ্বায়ক ক্বারী কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, এডভোকেট আবুল ফজল, মঈন উদ্দিন খান, আরব আলী, জহিরুল হক শরীফ, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, আলী হোসেন সোহাগ, মাওলানা সাইদুর রহমান, আব্দুল্লাহ হিল কাফি, রতন আনসারী, কুতুব উদ্দিন, রহম আলী, মাহবুবুর রহমান, আকবর আলী, তাজুল ইসলাম, এডভোকেট আসকির উজ্জামান, এডভোকেট লেনিন উজ্জামান, মহিবুর রহমান শাওন, গোলাম মাহবুব, আবিদুর রহমান রাকিব, মোজাক্কির হোসেন ইমন প্রমুখ।