স্টাফ রিপার্টার ॥ জাতীয়তাবাদী কৃষক দল হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নির্বাচিত হয়েছে হাসবী সাঈদ চৌধুরী।
হাসবী সাঈদ চৌধুরী ১৯৯৫ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করে। পরে তিনি বৃন্দাবন সরকারী কলেজে ভর্তি হন। বৃন্দাবন কলেজ থেকে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বৃন্দাবন সরকারি কলেজ থেকে ২০০৩ সালে ব্যবস্থাপনা বিভাগে অনার্স পাশ করেন, ২০০৫ সালে ঢাকার কাজী নজরুল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এল.এল.ব ডিগ্রী অর্জন করেন। হাসিব সাঈদ চৌধুরী দেশের ডিগ্রী শেষ করে আমেরিকার লেমার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
হাসবী সাঈদ চৌধুরী ১৯৯৭ সালে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক, ১৯৯৮ সালে বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ২০০০ সালে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০২ সালে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ২০০৩ সালে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের ২ বার সদস্য ছিলেন।
হাসবী চৌধুরী হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছেন। তিনি হবিগঞ্জ পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার আন্দোলন কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, বটবৃক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন কমিটির অন্যতম একজন, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জ মুসলিম কোয়াটারের শাপলা সংসদের প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, হাসবী সাঈদ চৌধুরীর আপন বড় ভাই ইঞ্জিনিয়ার হাসিব সাঈদ আহমেদ চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ১৯৯৯ সালে বুয়েট ছাত্র সংসদ (ইউকসু) এর ছাত্রছাত্রীদের ভোটে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন।
হাসবী চৌধুরীর ছোট ভাই হাদী সাঈদ চৌধুরী বাংলাদেশের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে হেড অব বিজনেস হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি পালনে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।