স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর মিরাপাড়ায় ঝুলন্ত অবস্থায় আব্দুল হাকিম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শাহপরান থানাধীন মিরাপাড়া এভারগ্রীন সিটি এলাকার বড় হাওরে একটি করছ গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের আব্দুল হাকিম (৩০) লাখাই উপজেলার মুরাকুর গ্রামের বাহার মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর মিরাপাড়া এভারগ্রীন এলাকায় বসবাসের পাশাপাশি স্থানীয় বেনু মিয়ার গরুর ফার্মে কর্মরত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় এসএমপির শাহপরান থানার ওসি (তদন্ত) রাসুল সামদানী আজাদ বলেন, ‘পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।