স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ মাহফুজুল ইসলাম (২৫) আর নেই। গতকাল রবিবার সকাল ৯টায় মোহনপুর এলাকার তার বাসায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকা-সিলেট-ইন্ডিয়া চিকিৎসা শেষে বাসায় আসেন। গতকাল রবিবার আছরের নামাজের পর জানাজার নামাজ শেষে ২নং পুল তার মায়ের কবরের পাশে তার দাফন করা হয়। সে ওই এলাকার মোক্তার হোসেনের পুত্র ও দিগন্ত পরিবহণের শ্রমিক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আছে।