স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনতা পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ এম এ জলিলকে প্রকাশ্যে চড় থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীকে শোকজ করা হয়েছে। অপরদিকে সদর মডেল থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, রবিবার (২০ এপ্রিল) আইনজীবী নুরুল ইসলাম চৌধুরী ও শিক্ষানবিশ আইনজীবী রুমা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন জলিল। তিনি হবিগঞ্জ আইনজীবী সমিতির নিকটও লিখিত অভিযোগ করেন। আইনজীবী সমিতিতে অভিযোগের প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে নুরুল ইসলাম চৌধুরীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। অপরদিকে রুমা আক্তার তাকে উত্যক্ত করার অভিযোগ এনে সদর মডেল থানায় সাংবাদিক জলিলের বিরুদ্ধে অভিযোগ করেন। পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা নিয়ে তোলপাড় চলছে জেলায়। সাংবাদিক ও আইনজীবী অঙ্গণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন ঘটনা, যা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়েছে। জানা যায়, সাংবাদিক জলিল প্রায় মাসখানেক আগে রুমা আক্তার নামের এক শিক্ষানবীশ আইনজীবীকে গ্রাউন না পড়তে অনুরোধ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলীর চেম্বারে। তখন মনোয়ার আলীর সাথে কাজ করা রুমা বেশ কিছুদিন ধরে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সাথে কাজ করে। সাংবাদিক জলিলের মাস খানেক আগের সেই কথা রুমা ভিন্নভাবে উপস্থাপন করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর কাছে। আর এতে প্তি হয়ে উঠেন নুরুল ইসলাম। গত ১৫ এপ্রিল সাংবাদিক জলিল জজ আদালতের উকিল লাইব্রেরীতে গেলে তাকে দেখতে পেয়ে আচমকা চড় থাপ্পড় মারতে শুরু করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী। চড়থাপ্পড়ও টানাহেঁচড়া করে অপমান করেন। এসময় আশপাশের লোকজন এসে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীকে থামান। এ দিকে এ ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায়, কোনো কারণ ছাড়াই এ ঘটনা ঘটিয়েছেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী। এঘটনায় হবিগঞ্জবাসীসহ সাংবাদিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। দ্রুত গ্রেফতার ও সনদ বাতিল দাবি করেছেন সাংবাদিকবৃন্দ।