স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও সড়কে আনাড়ি সিএনজি অটোরিকশার চাপায় মরম চাঁন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি পীরেরগাঁও গ্রামের সুরুজ আলীর স্ত্রী। গতকাল রবিবার দুপুরে বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, ওই সড়কে সিএনজি অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। প্রায়ই গবাদি পশু-মানুষ দূর্ঘটনার শিকার হন। এরপরও তাদের লাগাম টানা যায় না। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।