স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনতার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শেখ এম এ জলিলকে প্রকাশ্যে চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম চৌধুরী নামে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় তিনি হবিগঞ্জ আইনজীবী সমিতি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে সাংবাদিককে চড় মারার সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় চলছে। অনেকেই আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীকে বদমেজাজি উল্লেখ করে তার শাস্তি দাবি জানিয়েছেন। জানা যায়, সাংবাদিক জলিল প্রায় মাসখানেক আগে রুমা আক্তার নামে এক শিক্ষানবীশ আইনজীবীকে গ্রাউন না পড়তে অনুরোধ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলীর চেম্বারে। তখন মনোয়ার আলীর সাথে থাকা শিক্ষানবীশ আইনজীবি রুমা রহস্যজনক কারনে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সাথে কাজ শুরু করেন। সাংবাদিক জলিলের মাস খানেক আগের সেই কথা রুমা ভিন্নভাবে উপস্থাপন করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর কাছে। আর এতে ক্ষিপ্ত হয়ে উঠেন নুরুল ইসলাম। গত ১৫ এপ্রিল সাংবাদিক জলিল বার লাইব্রেরির প্রধান শাখায় গেলে তাকে দেখতে পেয়ে আচমকা চড় থাপ্পড় মারতে শুরু করেন নুরুল ইসলাম চৌধুরী। চড়থাপ্পড় ও টানাহেঁচড়া করে অপমান করেন। এ সময় আশপাশের লোকজন এসে নুরুল ইসলাম চৌধুরীকে থামান। এ বিষয়ে সাংবাদিক জলিল আইনজীবী সমিতিকে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে নুরুল ইসলাম চৌধুরী বলেন, রুমা নামের নারীকে উত্যক্ত করতেন। আমি বুঝিয়েছি। কিন্তু তিনি আমার পিতা তুলে কথা বলেছেন।