বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩ মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড আজমিরীগঞ্জে যুবলীগ নেতা রকি মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল সেন্টু আটক বানিয়াচংয়ে আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শহরে ফুঁ পার্টির সদস্যের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন নবীগঞ্জের এক ব্যক্তি মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

হবিগঞ্জে ৩ দিনব্যাপী ‘নাট্যভাস্কর উৎসব’ সমাপ্ত

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গত ২, ৩ ও ৪ বৈশাখ ১৫, ১৬ ও ১৭ এপ্রিল তিন দিনব্যাপী নাট্যভাস্কর উৎসবের সমাপ্তি হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, নাট্যব্যক্তিত্ব ও সাংবাদিক এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক সোহাগ গাজী। এতে সভাপতিত্ব করেন ‘নাট্যভাস্কর পর্ষদে’র উপদেষ্টা ও নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিন দিনব্যাপী উৎসবের প্রতিদিনই মঞ্চনাটক, কবিতা-আবৃত্তি, নৃত্য পরিবেশন, আলেখ্যানুষ্ঠান, নৃত্যনাট্য, সংগীতানুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সংগঠন।
প্রথম দিন ১৫ এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্য মোঃ ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নাট্যমেলার সভাপতি শাহ্ আলম চৌধুরী মিন্টু, জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ‘নাট্যভাস্কর পর্ষদে’র সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু। সন্ধ্যা সাড়ে ৭টায় নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর রচনা ও নির্দেশনায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যদল ‘খোয়াই থিয়েটার’ পরিবেশন করে নাটক ‘যোদ্ধা’। নাটকটির নির্দেশনা সহকারী ছিলেন হাবিব খোকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুকান্ত গোপ। এরপর আবৃত্তি সংগঠন ‘কবিতা কণ্ঠ’ পরিবেশন করে সৈয়দ ফয়সল আহমেদের গ্রন্থনা ও নির্দেশনায় কবিতা-আলেখ্য ‘তবুও বাংলাদেশ’। গৌতম আচার্য’র নৃত্যনাট্যরূপ ও অরুণ দাশগুপ্ত এবং বীণা দাশগুপ্ত’র পরিচালনায় ‘বামবক্ষ নৃত্যাঙ্কন’ পরিবেশন করে নৃত্যনাট্য ‘নটী বিনোদিনী’।
১৬ এপ্রিল দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ড. মুকিদ চৌধুরীর রচনা ও মোক্তাদির সোহেলের নির্দেশনায় শায়েস্তাগঞ্জ থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘তসবি’। এরপর গৌরি রায়ের গ্রন্থনা ও নির্দেশনায় ‘কথাকাব্য’ (চারুকণ্ঠ শিল্পাঙ্গনের শিশু-কিশোর সংগঠন) পরিবেশন করে কবিতা-আলেখ্য ‘কাব্যধারা’। ওই সন্ধ্যায় নাটক-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও লোকসংস্কৃতি গবেষক, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন- স্বাধীন উদ্যোক্তা পরিবারের অ্যাডমিন এ এইচ এম শিবলী খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান। সভায় সভাপতিত্ব করেন নাট্যভাস্কর পর্ষদের উপদেষ্টা ও নাট্যকার ড. মুকিদ চৌধুরী। ১৭ এপ্রিল তৃতীয় ও সমাপনী দিন ‘নাট্যভূমি, ঢাকা’র পরিবেশনায় ড. মুকিদ চৌধুরী রচিত ও মুসাফির আতিক নির্দেশিত নাটক ‘কলকাতায় মির্জা গালিব’ মঞ্চস্থ হয়। একই দিন ‘পদক্ষেপ, হবিগঞ্জ’ পরিবেশন করে নাসরীন হকের গ্রন্থনা ও নির্দেশনায় কবিতা-আলেখ্য ‘নব আনন্দে জাগো’। শব্দকথা লেখক-পাঠক ফোরাম হাবিব খোকনের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশন করে কবিতা-আলেখ্য ‘আমার সংস্কৃতি, আমার পরিচয়’ এবং ‘ফিউশন ড্যান্স একাডেমি’ ইসতিয়াক আহমেদ (সাকি)’র কোরিওগ্রফিতে নৃত্যানুষ্ঠান।
উৎসবের সমাপনী দিন অংশগ্রহণকারী সকল সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বিভিন্ন দিনের আলোচনা সভা সঞ্চালনা করেন পর্ষদের সংগঠক বরুণ শিকদার, শিরিন আক্তার সোনিয়া ও তানভীর সিদ্দিকী তোয়াহা। নাটকগুলোর বিষয়বৈচিত্র এবং শিল্পীদের সাবলীল অভিনয়শৈলী দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি অনুষ্ঠানে বিপূল সংখ্যক দর্শক সমাগম ঘটে। একই সাথে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বাধীন উদ্যোক্তা পরিবারের অংশগ্রহণে ছিল বৈশাখী মেলা। সারাদিন ব্যাপী মেলায় প্রদিদিন নানা বয়সী ক্রেতা-দর্শকের আগমন ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com