প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের এম সাইফুর রহমান টাউন হলে এই শিক্ষা শিবির অনুষ্টিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে রুকনগন (সদস্য) অংশগ্রহণ করেন। সকাল ৯টায় নাম নিবন্ধন ও ডেলিগেট কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান শিক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, সউদি আরব ও মিশর জামাতের সভাপতি মাওলানা আজাদ সোবহান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী। শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন-জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম ও কাজী আব্দুর রউফ বাহার, ঢাকা হাতিরঝিল থানা জামাতের আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস শহিদ, মাওলানা তাসনীম আলম মাহদী, মাওলানা আশরাফ আলী, আতিকুল ইসলাম সাহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, থানা ও পৌরসভার আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামাতের রকনদের রাসুলের রাসুলুল্লাহ সাঃ এর আদর্শের ধারক ও বাহক হতে হবে। রাসুলুল্লাহ সাঃ এর শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। নিজেরা বহুমুখী গুনের অধিকারী হতে হবে। সামাজিক কাজে আরও বেশি অংশগ্রহণ করতে হবে।
শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই শিক্ষা শিবিরের মাধ্যমে কর্মীদের চিন্তা ও কর্মে আরও শুদ্ধতা ও গতিশীলতা আসবে।