স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদসহ মোঃ তানভীর (২০) ও মোঃ জিহাদ (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তানভীর উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র এবং জিহাদ নরসিংদীর রায়পুর থানার বীরগাঁও গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার হালুয়াপাড়া আওয়াইল্লা ব্রীজের উত্তর পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাধবপুর থানায়নিয়মিত মামলা রুজু করা হয়েছে।