বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

মাধবপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা করে যাচ্ছেন ওসি মামুন

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর কারণ হিসেবে সাধারণ মানুষ মনে করছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পরিকল্পিত দিক নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি পুলিশ ও সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে বৈঠক করে যাচ্চেন। এর ফলে সাধারণ মানুষ অপরাধ থেকে বিরত থাকছে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুর রহমচন সোহাগ বলেন, মাধবপুরের বড় সমস্যা হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, র‌্যাবসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজ সচেতেনতা প্রয়োজন। নাগরিক সমাজ পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে পারলে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানা পুলিশ বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকের কারনে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বেড়েছে। অপরাধের প্রতি ঘৃনার ভাব সৃষ্টি হয়েছে। শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, ভৌগলিক প্রক্রিয়ায় মাধবপুর উপজেলা ভারত সীমান্ত ঘেষা। এ কারনে মাদকের অনেক প্রভাব রয়েছে। তবে পুলিশ সীমান্ত ইউনিয়নে মাদকসহ সব অপরাধ নিয়ন্ত্রণে বৈঠকের কারনে এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। মাধবপুরের মানুষ চিরাচরিতভাবে শান্তিপ্রিয় সংস্কৃতিমনা। এখন পুলিশের সাথে বৈঠকের কারনে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। পুলিশের কাজে মানুষের সহযোগিতা বেড়েছে। এতে পুলিশ যে কোন ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দিকে আন্দিউরা ইউনিয়নের মিরনগর ও বিকেলে পৌরসভার শিবপুর-গুমটিয়া রোডে উঠান বৈঠকের আয়োজন করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদেরকোন ছাড় নয়। আপনারা শুধু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, হবিগঞ্জ একটি সমৃদ্ধ জেলা। এ জেলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই জেলাকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সহ সব দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব জেলাবাসীর। আমরা পুলিশের জনবল নিয়ে হবিগঞ্জ বাসির জন্য শান্তিপূর্ণ জেলা করতে চাই। এ কাজে জেলা বাসির আন্তরিক সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com