স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনার পরদিন বুধবার রাতে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম। নিহত রুয়েল মিয়া (২৫) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে। আটক জসিম মিয়া (২২) নিহতের ছোট ভাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে গাছটি দিয়ে তার ছোট ভাই জসিম টিউবওয়েলের বেড়ার কাজে লাগান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম গাছের ডাল দিয়ে রুয়েলের ঘাড়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠান।
বুধবার রাতে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই জসিমকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নুর আলম।