স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডিবি ও বানিয়াচং থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। তবে ২৪ ঘন্টার বেশি আসামিকে থানায় রাখার বিধান না থাকায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন। জানা যায়, গত বুধবার সুনামপুর গ্রামের আরজত মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মধ্যে হাওরে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে গতকাল বুধবার সকাল ৯টার দিকে দুপরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন। জানা গেছে, সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০), আব্দুর রশিদকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আন্নর আলীকে ঢাকা নিয়ে যাবার পথে নরসিংদীর পাঁচদোনায় সে মারা যায়। পরে লাশটি রাতে সদর হাসপাতালে নিয়ে এলে সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার খবর শুনে সুনামপুর গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে।