স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সদর মডেল থানার কনফারেন্স রোমে এ অনুষ্ঠান হয়। এ সময় নবাগত অফিসার ইনচার্জ একেএম সাহাবুদ্দিন শাহীনকে ফুল দিয়ে বরণ করেন সদর থানার বিদায়ী ইনচার্জ মোঃ আলমগীর কবির। এ ছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার সেকেন্ড অফিসার প্রদীপ চন্দ্র দাশ। পবিত্র কোরআন তেলোয়াত করেন এসআই আলী আকবর, গীতা পাঠ করেন প্রদীপ চন্দ্র রায়। এতে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি তদন্ত সজল সরকার, অপারেশন জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরী, হবিগঞ্জের বাণীর স্টাফ রিপোর্টার হেলালুর রহমান তুর্কি সহ থানার সকল এসআই ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তারা বিদায়ী অফিসার মোঃ আলমগীর কবিরকে ক্রেষ্ট প্রদান করা হয় এবং সফলতা কামনা করা হয়। এ ছাড়াও নবাগত অফিসার একেএম সাহাবুদ্দিন শাহীন তাদেরকে সর্বধরণের সহযোগীতা করার আহ্বান জানান।