বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের একটি বাড়িতে বজ্রপাতের অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। জানা যায়, গতকাল বিকালে বানিয়াচং উপজেলা সদরের জনাব আলী কলেজ সংলগ্ন নুর মিয়ার বাড়িতে বজ্রপাত আঘাত আনে। এতে ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে অনতে সক্ষম হয়। আগুনে সরকারি জনাব আলী ডিগ্রী কলেজের একটি পরিত্যক্ত ঘর এবং নূর উদ্দিন মিয়ার ৩টি ঘর পুড়ে গেছে। এতে ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।