স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি যুগ যুগান্তর ধরে চলে আসছে। কিন্তু বিগত বছরগুলোতে মানুষ এ উৎসব প্রাণ ভরে উপভোগ করতে পারেনি। স্বৈরাচার সরকার মানুষকে একটি জিম্মি দশার মাধ্যমে এটি তাদের নিজের মতো করে পালন করতে বাধ্য করেছে। কিন্তু এবার পহেলা বৈশাখ উদযাপনে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। মানুষের উপস্থিতিই উচ্ছ্বসের প্রমাণ। তাই আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে আর যেন স্বৈরাচার আমাদের ঘারে চাপতে না পারে সে লক্ষ্যে ঐক্য অটুট রাখি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাতে নাতিরাবাদ মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রুবেল আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও মহিউদ্দিন শিপন ও এমদাদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ফখরুল আলম বাবুল, সাবেক প্রধান শিক্ষক নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয় বাবু নিতেন্ড সূত্রধর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা কৃষক দল সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা মহিলা দল সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াছমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফে রাব্বানি টিটু, রুমন আহমেদ, রায়হান আহমেদ, জনি আহমেদ, খান মোহাম্মদ নিশু, হাসান আল মামুন।