স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টে হবিগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ দুই আওয়ামীলীগ কর্মী গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহর থেকে কামাল মিয়া নামে এক আওয়ামীলীগ কর্মীকে আটক করে। বিকালের দিকে ডিবি পুলিশ ইনাতগঞ্জ থেকে আওয়ামীলীগ কর্মী আবুল হায়দার মেম্বারকে আটক করে সদর থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অভিযোগ রয়েছে।