স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা। উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা শহরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক সহ প্রশাসনের কর্মকর্তাও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বৃন্দাবন সরকারি কলেজ, জেলা বিএনপিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।