মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এএসপি আসিকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল মিয়া (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সহিদুল্লাহ পিপিএম তেলিয়াপাড়া বাজার থেকে তাকে আটক করেন। কামাল উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাচ্ছু মিয়া মেম্বারের ছেলে। পুলিশ জানায় ধৃত কামাল বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।