প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। প্রথমে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”র মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভা, সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক গৌতম সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা হয়। আলোচনা করেন, সহকারী অধ্যাপক লতিফ হোসেন। “এসো হে বৈশাখ এসো এসো…” সংগীত পরিবেশনের মাধ্যমে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন প্রভাষক বিদুর কান্তি দাশ, কাঞ্চন কুমার দাশ, রুম্পা দাস, জহুরা বেগম, মোহাঃ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহ আলম, শিমুল জাহান চকদার, আছমা খাতুন, শ্রী প্রসূন আচার্য্য, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম ও অনুপমা ভক্ত। কবিতা আবৃত্তি করেন বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী তোয়াহা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিহির রন্জন সরকার।