নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুভাযাত্রাটি নবীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসন ও আনন্দ নিকেতনের যৌথ আয়োজনে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরীসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও আনন্দ নিকেতনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ নিকেতনের বিভিন্ন গান ও নাচের পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই।