স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত সুরত খানের ছেলে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান- বুলবুল খান শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার আসামি। তিনি এতদিন আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ অভিযানে নিজ বাড়ি থেকে বুলবুল খানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।