স্টাফ রিপোর্টা ॥ মাধবপুর থানা পুলিশ ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ মিয়াকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানার এসআই মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালান করে তাকে গ্রেফতার করে। মাহফুজ মিয়া উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের শফিকুলের ছেলে। থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাহফুজ মিয়াকে ৬ বছরের সাজার দণ্ডাদেশ দেন আদালত। এর পর থেকে মাহফুজ পলাতক ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাকে নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করে হবিগাঞ্জ কারাগারে পাঠিয়েছে।