প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামটি স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম আব্দুন নূর চৌধুরীর নামে নামকরণের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে স্কুলের অডিটরিয়ামে আকিলা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান এ ঘোষণা দেন। তার এ ঘোষণাকে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা করতালি দিয়ে সমর্থন জানান।
শিক্ষক গিয়াস উদ্দিনের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম আব্দুন চৌধুরীর ছেলে দৈনিক আমার দেশ এর বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এ এইচ এম জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এনটিভি ও দৈনিক আমার দেশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রাহেল মিয়া সরদার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, সিনিয়র শিক্ষক ফরিদ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে আকিলা-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর ১৩ জন মেধাবী ও ২০১৪ সালে জিপিএ প্রাপ্ত ৭ জনসহ মোট ২০ মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তির টাকা প্রদান করা হয়।