স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সাথে পরামর্শ সভা করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দরা। গতকাল রবিবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক ডঃ মোঃ ফরিদুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, সদস্য মোঃ নাছির উদ্দিন, কেশব মিত্র, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি সামছুল হুদা, জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, বস্ত্র মালিক সমিতির সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক মিহির লাল দাশ সবুজ, হবিগঞ্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ বনিক, হবিগঞ্জ ইলেকট্রনিক্স মার্চেন্ট সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ রেস্টুরেস্ট সমিতির সভাপতি শ্যামল রায় ও সাংগঠনিক সম্পাদক মোঃ জনি চৌধুরী, হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, হবিগঞ্জ ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক লিটন আহমেদ। এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী আঃ সালাম, শহিদুল হক লিশন, সঞ্জয় গোপ প্রমুখ নেতৃবৃন্দ। ভ্যাট কর্মকর্তার বিষয়ে মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন যে, আমরা এ বিষয়টি খতিয়ে দেখব, আপনারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান।