নবীগঞ্জ প্রতিনিধি ॥ একত্রে জলাতংক রুখব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালিটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মেডিকেল টেকনোলজিষ্ট অজিত দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইফতেখার হোসেন, ডাঃ চম্পক কিশোর সাহা, স্বাস্থ্য পরিদর্শক পূন্যব্রত ধর প্রমুখ।