স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ করেছেন। গতকাল বিকালে আবারও তার ওপর হামলা চালানো হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ থানায় গিয়ে বখাটেদের গ্রেফতারের দাবি জানান। জানা যায়, খেলার মাঠ এখন নানা অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। দিনের বেলা চলে প্রেমের নামে চলে অশ্লীলতা আর সন্ধ্যার পর চলে নেশার আসর। বলতে গেলে স্টেডিয়ামের মাঠটি বিনোদন কেন্দ্র ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে নেশাখোরদের তাড়াতে প্রতিবাদ করলে তাদের হামলায় পাহারাদার সোহেল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সে গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, স্টেডিয়ামের দুই দিকে কূপ আর জঙ্গলের স্তুপ রয়েছে। এসবের আড়ালে গিয়ে দিনের বেলা কতিপয় শিক্ষার্থীরা গল্প গুজবের নামে আড্ডাসহ অনৈতিক কাজে লিপ্ত হয়। আর রাতের বেলা ওই স্থানটিকে মাদকসেবীদের নেশার স্থল হিসেবে ব্যবহার করে। গতকাল একদল মাদকসেবী ওই স্থানে আড্ডা দিতে গেলে সোহেল বাঁধা দেয়। এ সময় তারা সোহেলে ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এখলাছুর রহমান খোকন জানান, নেশাখোরদের বাঁধা দিতে গিয়ে সোহেলের ওপর হামলা হয়।