স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী যুবলীগ নেতা মোতালিব চৌধুরী মাহফুজ (৩৮) কে আটক পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। সে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী। স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ছাত্র জনতা তাকে আটক করে সদর থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা অভিযোগে মামলা রয়েছে। পুলিশ তার বিষয়ে যাচাই-বাচায় করছে।